এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসের সঙ্গে জোট করে ডুবল এসপি, বললেন মুলায়ম
লখনউ: তাঁর শত বিরোধিতা অগ্রাহ্য করে উত্তরপ্রদেশ ভোটে কংগ্রেসের হাত ধরেছিলেন ছেলে অখিলেশ যাদব। ভোটে এসপি-কংগ্রেস জোটের ভরাডুবি হয়েছে। এতদিন চুপ করে থাকার পর অবশেষে মুখ খুললেন মুলায়ম সিংহ যাদব। বললেন, এসপি যদি কংগ্রেসের সঙ্গে জোট না করত, তাহলে তাদের এভাবে হারতে হত না।
হোলি উদযাপনে সইফাইতে গ্রামের বাড়ি গিয়েছেন মুলায়ম। সেখানেই তাঁর দাবি, রাহুল গাঁধীর দলের সঙ্গে সমঝোতায় না গেলে উত্তরপ্রদেশে আবার হত সমাজবাদী পার্টি সরকার। তবে এই হারের জন্য কাউকে দায়ী করেননি তিনি।
মুলায়ম বলেছেন, প্রথম থেকেই তিনি জোটের বিরুদ্ধে ছিলেন। সকলের সামনে বলেছিলেন, এতে কারও উপকার হবে না। তাই জোটের প্রচারেও নামিনি। দলের উচিত ছিল, নিজেদের জোরে নিজেরা ভোটে লড়া।
এসপি প্রতিষ্ঠাতা আরও বলেছেন, দলের নেতারা বুঝতে পারেননি, উত্তরপ্রদেশে কংগ্রেসকে কেউ পছন্দ করে না। জোট করার কী দরকার ছিল। ভাই শিবপাল যাদবের সঙ্গে তিনি একমত, যে, জোটে যাওয়ার ফলে তৈরি দেমাকের কারণেই তাঁদের হার হয়েছে। এই ভোটে বিজেপির বিচিত্র জয় হয়েছে আর বিচিত্র হেরেছেন তাঁরা।
পুত্রবধূ অপর্ণা যাদব হেরেছেন লখনউ থেকে। মুলায়মের প্রতিক্রিয়া, লখনউ আসন ঠিক ছিল না। ওখানে যাদব ভোটার একেবারে কম। চলো, কী আর করা যাবে, ওঁরও অভিজ্ঞতা হয়ে গেল। আসলে ঘরের মেয়েই তো!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement