এক্সপ্লোর
অনুভূতিতে ‘আঘাত’ লাগতে পারে, পদ্মাবতের নতুন ঘুমর গানে ঢাকা পড়ল দীপিকার শরীরের অনাবৃত অংশ

মুম্বই: পদ্মাবতী নাম পাল্টে হয়েছে পদ্মাবত। এবার কার্ণি সেনার অনুভূতির ঠেলা সামলাতে বিতর্কিত ঘুমর গানের দৃশ্যও পাল্টে দিলেন নির্মাতারা। গানের তালে পদ্মিনীরূপী দীপিকা পাড়ুকোন নাচেন ভারী লহেঙ্গা পরে। তাতে তাঁর কোমর দেখা যাচ্ছিল। সেই গান এবার নতুন করে মুক্তি পেয়েছে। দেখা যাচ্ছে, দীপিকার কোমর কার্ণি সেনার মানমর্যাদা রেখে পুরোপুরি ঢাকা। দেখুন আগের গানটি [embed] ঘুমর গানটি মুক্তি পাওয়ার পর থেকে খড়গহস্ত কার্ণি সেনা, রানিরা সকলের সামনে ধেই ধেই করে নাচতেন না, অতএব পদ্মাবতীকে নাচানো চলবে না। একই বক্তব্য, মেবারের রাজপরিবারেরও। তাদেরও আপত্তি, রানি সকলের সামনে কোমর বার করে নাচছেন, এতে লজ্জায় রাজপরিবারের মাথা কাটা গিয়েছে। এই গানের মাধ্যমে রানি পদ্মাবতীকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ বিরোধীদের। এরপর সেন্সর বোর্ডের আদেশেই নাকি নির্মাতারা দীপিকার কোমর ঢেকে দিয়েছেন। তবে এ জন্য দ্বিতীয়বার শ্যুটিং করতে হয়নি। ভিএফএক্স প্রযুক্তির সাহায্যে করা হয়েছে এই বদল। দেখুন নতুন গানটি [embed] তবে এতেও খুশি নয় কার্ণি সেনা। তারা জানিয়েছে, ২৫ তারিখ ছবি মুক্তির প্রতিবাদে তারা ভারত বনধ ডাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















