এক্সপ্লোর
পাক সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, ভিডিও প্রকাশ করল আইবি

শ্রীনগর: পাক সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। তার ভিডিও প্রকাশ করল আইবি। ছবিতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে পাক সীমান্ত পেরিয়ে রীতিমতো হামাগুড়ি দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে ৩ জঙ্গি। গত ২৯ ও ৩০ অক্টোবর হীরানগর সেক্টরে দিয়ে ঢোকার চেষ্টা করে তারা। এরই মধ্যে ৩৬ ঘণ্টা ধরে চলছে গুলির লড়াই। ২৯ অক্টোবর প্রথমে ভারতে ঢোকার চেষ্টা করে ৩ জঙ্গি। বিএসএফ জওয়ানরা সেই চেষ্টা ব্যর্থ করে দেন। পরদিন অর্থাৎ ৩০ অক্টোবর দিনে-রাতে দু'-দু'বার অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। এবারও ব্যর্থ হয়ে তারা পাকিস্তানের আবিয়াল ডোকরা গ্রামে ফিরে যায়। জঙ্গিদের সুযোগ করে দিতে এইসময় একটানা ৩৬ ঘণ্টা ধরে কভার ফায়ারিং চালিয়ে যায় পাক সেনা। যদিও তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















