এক্সপ্লোর
Advertisement
নাশকতাকে রাষ্ট্রীয় নীতি করাটা পাকিস্তানের ‘আত্মহত্যার’ সামিল: বেঙ্কাইয়া
হায়দরাবাদ: কোয়েট্টার জঙ্গি হামলার তীব্র নিন্দা করেও পাকিস্তানকে কটাক্ষ করল ভারত।
বুধবার প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সুর শোনা গেল আরেক কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর গলায়। এদিন বেঙ্কাইয়া জানান, পাকিস্তানের বোঝা উচিত সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি করলে তার ফল আত্মঘাতী হতে পারে।
পর্রীকরের সুরেই তিনি বলেন, এটা ‘ভস্মাসুর হস্ত’-এর মতোই ব্যাপার। আপনি ভস্মাসুরকে এমন সুযোগ দিলে, শেষে দেখবেন, ও আপনার ওপরই আঘাত হেনেছে। আপনি যদি সন্ত্রাসবাদকে উজ্জীবিত করেন, তাহলে একদিন নিজেই এর শিকার হবেন।
কেন্দ্রীয় নগরোন্নয়ন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতে, পাকিস্তান যে শুধুমাত্র সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি বানিয়েছে তাই নয়, ওরা ক্রমাগত তাকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে আসছে। এটাই সেরা সময়, পাকিস্তানের বোঝার যে, তারা একটি আত্মঘাতী এবং হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।
নাইডু জানান, আগরা বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে দেওয়া তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফের দেওয়া কথা রাখেনি ইসলামাবাদ প্রশাসন। পাকিস্তান কথা দিয়েছিল, তাদের ভূমিকে তারা ভারত-বিরোধী জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার হতে দেবে না। কিন্তু, নিজেক কথা রাখেনি পাকিস্তান বলে জানান নাইডু।
গতকালও কোয়েট্টা হামলার প্রেক্ষিতে নাম না করে পাকিস্তানকে কটাক্ষ করেছিলেন পর্রীকর। পৌরাণিক দানব ‘ভস্মাসুর’-এর উল্লেখ করে নাম না করে পাকিস্তানকে খোঁচা দেন। বলেন, কোনও দেশেরই উচিত নয় নন-স্টেট অ্যাক্টরস দের সমর্থন করা। তিনি যোগ করেন, যারা সন্ত্রাসবাদে নিযুক্ত, তাদের দমানো উচিত। কারণ, এদের সমর্থন করলে কোনও এক সময়ে এরা ব্যুমেরাং হয়ে ফিরবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement