এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের নাওশেরায় আবার যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, চলছে গুলিবিনিময়
শ্রীনগর: সার্জিক্যাল স্ট্রাইকের প্রতিশোধস্পৃহা কিছুতেই মিটছে না পাকিস্তানের। ভারতীয় সেনার ওই অপারেশনের পর ১২বারেরও বেশি যুদ্ধবিরতি ভেঙে গুলিবৃষ্টি করেছে তারা। রবিবার ভোর থেকেও কাশ্মীরের রাজৌরি জেলার নাওশেরা সেক্টর লক্ষ্য করে পাক সেনা অকারণে গুলি চালাতে শুরু করেছে। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। তবে ভারতীয়দের পক্ষে কোনও হতাহতের খবর নেই।
নাওশেরায় চারটি ভারতীয় ছাউনি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। ২৮ সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইকের পর নিয়ন্ত্রণরেখা বরাবর বারবার তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। ভারতীয় সেনা জানিয়ে দিয়েছে, দরকারে আবার চলবে সার্জিক্যাল স্ট্রাইক।
এর মধ্যে শনিবার অন্তত ১৫৩টি পায়রা আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ। পঞ্জাব সীমান্ত থেকে ওই পায়রাগুলি পাচার করা হচ্ছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায়। রাজ্য সিআইডি বিষয়টির তদন্ত করছে। নিয়ন্ত্রণরেখা বরাবর পাক গোয়েন্দাসংস্থার হয়ে চরবৃত্তির জন্য পায়রাগুলি পাচার করা হচ্ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement