এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে পাকিস্তানের ছায়াযুদ্ধের যোগ্য জবাব দেবে ভারত: পর্রীকর
বাডগাম (জম্মু ও কাশ্মীর): জম্মু ও কাশ্মীরে পাকিস্তান যে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে, ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে। এমনটাই জানালেন মনোহর পর্রীকর। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান বরাবর জম্মু ও কাশ্মীরকে দখল করার চেষ্টা চালিয়ে আসছে। আমরা এই ভূমিকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখি।
পর্রীকরের কটাক্ষ, দু-দুটি সম্মুখসমরে হারের মুখ দেখার পর পাকিস্তান এখন ভূস্বর্গে ছায়াযুদ্ধ চালাচ্ছে। শুধু তাই নয়, তারা দেশের অন্যত্রও টার্গেট করছে। তবে, এদেশের জওয়ানরা পাকিস্তানের এই যুদ্ধকে পেশাদারের মতই সামলাচ্ছে বলে জানান পর্রীকর।
দুদিনের কাশ্মীর সফরে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এদিন স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক মেজর সোমনাথ শর্মা এবং ১৯৪৭ সালে শ্রীনগর বিমানবন্দর দখল করার উদ্দেশ্যে পাক বাহিনীর আগ্রাসন রুখতে দেশের জন্য বলিদান দেওয়া জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য দেন তিনি। সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ।
এদিন পর্রীকর বলেন, কাশ্মীরবাসীদের বিপথে চালিত করতে চাইছে পাকিস্তান। একজন বিপথগামী যুবক স্কুল পুড়িয়ে এখানকার খুদেদের ভবিষ্যৎ ধ্বংস করছে। তিনি মনে করিয়ে দেন, কেন্দ্রে নির্বাচিত সরকার সর্বদা কাশ্মীরের উন্নয়নের জন্য ভাবনাচিন্তা করছে।
পর্রীকর যোগ করেন, গত চারমাসে বহু পাক-মদতপুষ্ট বহু সমাজবিরোধী যাদের শান্তিপ্রিয় কাশ্মীরিদের সঙ্গে কোনও সম্পর্কই নেই—এখানকার অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে। এই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী কাশ্মীরবাসীদের আবেদন করেন, হিংসার পথ ছেড়ে দেশ গড়ার কাজে মনোযোগী হতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement