পাকিস্তান প্রতি বছর হাজার হাজার লাদেন তৈরি করছে: প্রতিরক্ষা বিশেষজ্ঞ
নয়াদিল্লি: গতকালই পাকিস্তানকে তাদের ‘সন্ত্রাসের কারখানা’ বন্ধের পরামর্শ দিয়েছিলেন বিদেশসচিব এস জয়শঙ্কর। ২৪-ঘণ্টার মধ্যে দেশের অন্যতম প্রতিরক্ষা বিশেষজ্ঞের মুখেও শোনা গেল একই সুর।
মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) পি কে সেহগালের মতে, বর্তমানে পাকিস্তান হল শান্তি, স্থিতিশীলতা ও সমগ্র মানবজাতির সবচেয়ে বড় শত্রু। এটা (পাকিস্তান ও তার সন্ত্রাস) এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে এই প্রাক্তন সামরিক কর্তা জানান, প্রতি বছর পাকিস্তান কয়েক হাজার ওসামা বিন লাদেন তৈরি করে চলেছে, যারা শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্রেই নয়, বিশ্বজুড়ে বিপর্যয় শুরু করেছে।
তিনি বলেন, গোটা দুনিয়া ওয়াকিবহাল যে, পাকিস্তান এই মুহূর্তে সন্ত্রাসবাদের উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। ওরা একটা নয়, প্রতি বছর হাজারো ওসামা বিন লাদেন তৈরি করে চলেছে।
তিনি যোগ করেন, পাকিস্তানের সন্ত্রাস-কারখানাই এখন মানবজাতি, শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই পাকিস্তানের অবিলম্বে উচিত নিজেদের দেশের ওই কারখানাগুলিকে বন্ধ করা।