গুজরাত উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাক বাহিনী
![গুজরাত উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাক বাহিনী Pakistan Captures 23 Indian Fishermen Off Gujarat Coast গুজরাত উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাক বাহিনী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/26160041/Jakhau.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: গুজরাত উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তানের জলরক্ষী বাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের চারটি নৌকাও। ন্যাশনাল ফিশওয়ার্কার্স ফোরামের তরফে এই খবর জানানো হয়েছে।
সংগঠনের সচিব মণীশ লোঢারি জানান, কয়েকদিন আগে পোরবন্দর থেকে ওই মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমান্তের নিকটবর্তী জাখাউ বন্দরের কাছ থেকে তাঁদের আটক করে পাক জলরক্ষী বাহিনী। লোঢারি যোগ করেন, মৎস্যজীবীদের আটক করে করাচি নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে, গত ৯ এপ্রিল, সাত নৌকা সমেত প্রায় ৪০ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে নিয়ে যাওয়ার সময়ে মাঝ-সমুদ্রে পাক জলরক্ষী বাহিনীর নৌকা উল্টে যায়। জলে ডুবে চার কম্যান্ডোর মৃত্যু হয়। তখন জলে ঝাঁপিয়ে আরও ২ কম্যান্ডোকে বাঁচান ভারতীয় মৎস্যজীবীরা। বদলে আটক মৎস্যজীবীদের ছেড়ে দিয়েছিল পাক বাহিনী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)