এক্সপ্লোর
পাকিস্তান বিশ্বস্ত শরিক নয়, আমেরিকার ভারতকে সমর্থন করা উচিত, বললেন মার্কিন কংগ্রেস সদস্য
![পাকিস্তান বিশ্বস্ত শরিক নয়, আমেরিকার ভারতকে সমর্থন করা উচিত, বললেন মার্কিন কংগ্রেস সদস্য Pakistan Not A A Ally United States Should Support Indiaus Lawmaker Ted Poe পাকিস্তান বিশ্বস্ত শরিক নয়, আমেরিকার ভারতকে সমর্থন করা উচিত, বললেন মার্কিন কংগ্রেস সদস্য](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/24124307/America-and-Pakistan-Flag.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মাত্র দুদিন আগে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সরকারি রিপোর্টে বলা হয়েছে যে, পাকিস্তান এমন এক দেশ বা এলাকা, যেখানে জঙ্গিরা অবাধে লালিত-পালিত হয়। এখানে ঘাঁটি গেড়ে অন্য দেশে হামলাও চালায় জঙ্গিরা। এবার পাকিস্তানের সঙ্গে এতদিনের সম্পর্ক থেকে সরে আসার দাবি জানালেন রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য টেড পো। তিনি বলেছেন, পাকিস্তান আদৌ বিশ্বস্ত সহযোগী নয়। ওই দেশটি দু নৌকায় পা দিয়ে চলে। তারা আমেরিকার কাছ থেকে অর্থ নেয় এবং আইএসআই ও আফগানিস্তানের সন্ত্রাসবাদীদের সাহায্য করে। তাই পাকিস্তানকে অর্থ সাহায্য দেওয়া উচিত নয়। এ জন্য আইনি উপায় অবলম্বন করেই পাকিস্তানকে আর্থিক সাহায্য প্রদান বন্ধ করতে হবে। এ ব্যাপারে তিনি মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব এনেছেন বলেও এক সাক্ষাত্কারে জানিয়েছেন টেড।
টেড বলেছেন, পাকিস্তানকে এতদিনের সমর্থনের নীতি থেকে সরে এসে ভারতের দিকে হাত বাড়াতে হবে। তিনি আরও বলেছেন, এ ব্যাপারে প্রেসিডেন্ট কী ভাবছেন তা তাঁর জানা নেই। কিন্তু নতুন মার্কিন প্রশাসনের ভারতের প্রতি মনোভাব খুবই উত্সাহ ব্যঞ্জক।
মার্কিন কংগ্রেসের সদস্য টেড বলেছেন, তাঁর বিলে দুটি বিষয় রয়েছে।এতে পাকিস্তানকে সন্ত্রাসদের মদতদাতা দেশ বলা হয়েছে এবং এ জন্য ন্যাটো বহির্ভূত সহযোগী দেশগুলির তালিকা থেকে পাকিস্তানকে সরিয়ে দিতে হবে।
টেড বলেছেন, কংগ্রেসের বহু সদস্যই এখন আর পাকিস্তানকে বিশ্বস্ত শরিক হিসেবে মনে করেন না। তাই ওই বিল পাসের এটাই সেরা সময়।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেনটেটিভে ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন আইন পাস হয়েছে। এই বিল সেনেট ও প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদন পেলে আইনে পরিণত হবে। এরফলে আমেরিকার পাকিস্তানকে আর্থিক সাহায্য প্রদান কঠিন হয়ে পড়বে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)