এক্সপ্লোর
পুঞ্চে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চের দিগবর সেক্টরে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা। গতকাল পাক রেঞ্জারদের গুলিতে এক নিরীহ ব্যক্তি জখম হন। এরপর আজ ফের মর্টার শেলিং শুরু করে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা বলেছেন, ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে পাক সেনাবাহিনী ছোট আগ্নেয়াস্ত্র, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টার শেলিংও শুরু করে। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিতে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছে।
গত মাসেও বেশ কয়েকবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা। এরপর বিএসএফ ও পাক রেঞ্জারদের বৈঠক হয়। সেই বৈঠকে দু পক্ষই আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারপরেও সীমান্তে গুলিবর্ষণ অব্যাহত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement