এক্সপ্লোর
Advertisement
গত সেপ্টেম্বরে পেয়েছেন ভারতের নাগরিকত্ব, রাজস্থানে সরপঞ্চ ভোটে প্রার্থী পাকিস্তান থেকে আসা হিন্দু মহিলা
আগামীকাল ভোটগ্রহণ হবে। আরও সাতজন প্রার্থী আছেন। তাঁদের সঙ্গে নীতার লড়াই।
নয়াদিল্লি: দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই এবার রাজস্থানের টঙ্ক জেলার নটওয়াদা গ্রামের সরপঞ্চ পদের জন্য নির্বাচনে প্রার্থী হয়েছেন পাকিস্তান থেকে আসা হিন্দু মহিলা নীতা কাঁওয়ার সোধা। আগামীকাল ভোটগ্রহণ হবে। আরও সাতজন প্রার্থী আছেন। তাঁদের সঙ্গে নীতার লড়াই।
নীতা জানিয়েছেন, ‘আমি এবারই প্রথম ভোট দেব। আমি সমাজকে কিছু ফিরিয়ে দিতে চাই। বিশেষ করে মহিলাদের জন্য কাজ করতে চাই। সবার জন্য কাজ করাই আমার লক্ষ্য। গ্রামের সবাই, বিশেষ করে মহিলারা আমাকে সমর্থন করছেন।’
নীতা আরও জানিয়েছেন, ‘২০০১ সালে আমি ও বোন যোধপুরে কাকা নখত সিংহ সোধার বাড়িতে থাকতে আসি। বাবা-মা ও ভাই পাকিস্তানেই ছিল। নিয়ম মেনে ভারতে আসার সাত বছর পরে আমি নাগরিকত্বের জন্য আবেদন জানাই। কিন্তু আমার আবেদন দু-তিনবার খারিজ হয়ে যায়। আবেদন জানানোর ১২ বছর পরে আমি ভারতের নাগরিকত্ব পেয়েছি। আমি আজমেঢ়ের সোফিয়া কলেজ থেকে স্নাতক হই। ২০১১ সালে টঙ্কের বাসিন্দা পুণ্যপ্রতাপ কর্ণের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমরা পাকিস্তানের সোধা রাজপুত। পাকিস্তানে আর কোনও রাজপুত নেই। সেই কারণে আমাদের বংশের সব মেয়েরই বিয়ে হয়েছে ভারতে।’
নীতার শ্বশুর লক্ষ্মণ সিংহ নটওয়াদা গ্রামের দু’বারের সরপঞ্চ। তিনি জানিয়েছেন, ‘রাজনীতিতে নতুন রক্ত চাই। তরুণ প্রজন্মই বদল আনতে পারে। পুত্রবধূর কাছ থেকে আমার অনেক প্রত্যাশা। আমি ওকে আশীর্বাদ করছি। আশা করি ও ভাল কাজ করবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement