এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন ক্রিকেটের পরিবেশ তৈরি করে না, বললেন সুষমা স্বরাজ
নয়াদিল্লি: অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ শুরুর সম্ভাবনা নেই। এই দু’দেশের মাটিতে তো নয়ই, কোনও তৃতীয় দেশেও সিরিজ হওয়ার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এ ব্যাপারে সুষ্পষ্ট ইঙ্গিত করেছেন।
বিদেশমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, ভারত-পাকিস্তানের সম্পর্কে কিছুটা স্বাভাবিকত্ব আনতে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট সিরিজ আবার চালু করা সম্ভব কিনা। জবাবে সুষমা বলেন, সম্পর্ক একটু ঠিক করতে মহিলা ও বয়স্ক বন্দিদের জেল মুক্তির প্রস্তাব রয়েছে। কিন্তু যেভাবে পাকিস্তান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তা ক্রিকেট সিরিজ চালুর পরিবেশ তৈরি করে না।
এ বছর ৮০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গতকালও পাকিস্তান থেকে আসা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ৪ সেনা কর্মী। যদিও ২০১৬-য় হিজবুল জঙ্গি বুরহান ওয়ানি খতম হওয়ার পর কাশ্মীরে যে হারে অশান্তি শুরু হয়েছিল, পরিস্থিতি তার থেকে এখন ভাল।
আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত-পাকিস্তান পরস্পরের মুখোমুখি হলেও দীর্ঘদিন নিজেদের মধ্যে সিরিজ খেলে না তারা। পাকিস্তান ক্রিকেট টিম দুবার ভারত সফর করেছে কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে সিরিজ খেলেনি। স্বাভাবিক পরিস্থিতিতে দুদেশের মধ্যে অন্তত একটি সিরিজ ও এমনই কিছু সীমিত ওভারের খেলা হওয়ার কথা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement