এক্সপ্লোর
Advertisement
বিড় জেলায় খারাপ ফল বিজেপির, মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চান পঙ্কজা
মুম্বই: ইস্তফা দিতে চাইলেন পঙ্কজা মুন্ডে। নিজের জেলা বিড়ে পুরসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করায় মহারাষ্ট্রের দেবেন্দ্র ফঢ়নবিশ সরকার থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। যদিও রাজ্য বিজেপি সভাপতি রাওসাহেব দানভে রাজ্যের প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজার ঘোষণায় তেমন গুরুত্ব দিচ্ছেন না।
তিনি বলেন, পঙ্কজা মুন্ডের সঙ্গে কথা হয়েছে আমার। কখনই জেতাটাই আমাদের একমাত্র ধ্যানজ্ঞান ছিল না, আবার পরাজয়েও কখনও চরম হতাশ হইনি। ওর ইস্তফার ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। যদিও ব্যক্তিগত ভাবে ওর পদত্যাগের সিদ্ধান্তের পিছনে কোনও যুক্তিসঙ্গত কারণ দেখছি না। জনগণের সমস্যা ইস্তফায় মিটিয়ে ফেলা যায় না। পঙ্কজা আমাদের সিনিয়র নেতা, কোর টিমেও আছে। জেলা পরিষদ ভোটের ফল দেখে ও হতাশ। ওর উদ্বেগ যথাযথ ভাবে নিরসনের চেষ্টা করা হবে।
দলে ঘরোয়া কোন্দলের খবরও অস্বীকার করেন শীর্ষ বিজেপি নেতাটি। বলেন, কোনও গোষ্ঠী কোন্দল নেই বিজেপিতে। আমরা একসঙ্গে রয়েছি। ওর ইস্তফা, হতাশার সঙ্গে কোনও সম্পর্কই নেই বিজেপির। আমি ইতিমধ্যেই বলেছি, বিজেপি রাজ্যে এক নম্বর হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement