মৃত্যুর পর সাতদিনের শিশুপুত্রের দেহদান করলেন দম্পতি
নয়াদিল্লি: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া তাঁদের সাতদিনের শিশুপুত্রের অঙ্গদান করে দৃষ্টান্ত স্থাপন করলেন দিল্লির এক দম্পতি।
খবরে প্রকাশ, গত ১ মার্চ সূরজ ও আঁচল গুপ্তার এক শিশুপুত্র হয় স্থানীয় হাসপাতালে। যদিও, তাঁদের এই আনন্দ ক্ষণস্থায়ী হয়।
জন্মানোর কয়েক ঘণ্টার মধ্যেই চিকিৎসকরা জানান, শিশুর ধমণীতে কিছু সমস্যা রয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটি হৃদরোগে আক্রান্ত হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে এইমসে ভর্তি করান গুপ্ত দম্পতি। সপ্তম দিনে শিশুটির ওপর দীর্ঘ ৬-ঘণ্টা ধরে অস্ত্রোপচার চালানো হয়। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি।
দধিচি দেহদান সমিতি নামে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়, এইমসের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেও শিশুটিকে বাঁচাতে পারেননি।
সদ্যোজাত শিশুর মৃত্যুর শোকের মধ্যেও তার দেহদান করার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। সেই মতো, ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়।
জানা গিয়েছে, তাঁদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরিবারের কয়েকজন সদস্য। তা সত্ত্বেও চিকিৎসা গবেষণার জন্য সাতদিনের শিশুপুত্রের দেহদান করে নজির স্থাপন করেন তাঁরা।