এক্সপ্লোর
Advertisement
মুকুলের গতিবিধি নজরে রাখছে দল, হুঁশিয়ারি দিয়ে বললেন পার্থ
কলকাতা: মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও তলানিতে। দলের রাজ্যসভা সাংসদ মুকুলকে সরাসরি হুঁশিয়ারি দিল তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, মুকুলের গতিবিধি নজরে রাখছে দল। তিনি সাফ বলেছেন, বিজেপির সঙ্গে সম্পর্ক রাখলে তৃণমূলের দোসর নয়।
পার্থ বলেছেন, দল না বলা সত্বেও বিজেপি সঙ্গে যোগাযোগ রাখছেন মুকুল। এমনকি, বিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে দেখাও করছেন। উল্লেখ্য, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঋতব্রতকে যেদিন সিপিএম দল থেকে বহিষ্কার করে সেদিন রাতে তাঁকে নিয়ে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে মুকুল দেখা করেছিলেন।
পার্থ বলেছেন, সীমা ছাড়ালে মুকুলের সঙ্গে কথা বলবে দল।
এভাবেই মুকুলকে হুঁশিয়ারি দিল তৃণমূল। দীর্ঘদিন ধরেই মুকুলের সঙ্গে দলের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে।
সারদা কেলেঙ্কারি মামলায় মুকুলকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পরই দলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মুকুলকে সরিয়ে দেওয়া হয় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পর থেকে।
এরপর কিছুদিন কার্যত আড়ালেই ছিলেন মুকুল। কিছুদিন আগে ফের তৃণমূলের বিজেপিতে যাওয়ার জল্পনা জোরাল হয়। যদিও মুকুল বা তৃণমূলের পক্ষ থেকে এ ব্যাপারে প্রকাশ্যে কিছুই বলা হয়নি।
এরইমধ্যে দলে মুকুলের গুরুত্ব আরও কমে। তাঁকে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে দলের দায়িত্ব থেকে সরানো হয়। তাঁর হাতে রাখা হয় শুধুমাত্র পঞ্জাবের দায়িত্ব।
এ সবের মধ্যেই আজ মুকুলকে সরাসরি সতর্ক করা হল দলের পক্ষ থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement