কয়েকজন এখন ভোলেবাবাকে বেশি স্মরণ করছেন, রাহুলকে কটাক্ষ মোদীর
![কয়েকজন এখন ভোলেবাবাকে বেশি স্মরণ করছেন, রাহুলকে কটাক্ষ মোদীর Parties seeking votes in Ambedkar’s name tried to erase his contribution: Modi কয়েকজন এখন ভোলেবাবাকে বেশি স্মরণ করছেন, রাহুলকে কটাক্ষ মোদীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/16114236/Modi-Rahul-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বাবসাহেবকে ভুলে এখন ভোলেবাবাকে মনে পড়েছে। অম্বেডকর আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধনে এসে রাহুল গাঁধীর সোমনাথ মন্দির সফরকে এভাবেই কটাক্ষ করে মন্তব্য করলেন নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, কিছু দল অম্বেডকরের নামে ভোট চেয়ে এই দেশের গঠনে তাঁর অবদানকে খাটো করতে চাইছে। তিনি বলেন, অম্বেডকরের শক্তি এমনই ছিল যে তাঁর মৃত্যুর বহু বছর পরও, কিছু মানুষ তাঁর আদর্শ ও দেশ গড়ার ক্ষেত্রে তাঁর অবদান নষ্ট করতে চাইছে। কিন্তু, তাঁদের মনে রাখতে হবে, মানুষের মন থেকে তাঁর নীতিকে মোছা সম্ভব নয়।
কংগ্রেস ও রাহুল গাঁধীকে আক্রমণ করেন মোদী। বলেন, যারা অম্বেডকরের নামে ভোট চাইছে, তারা এই প্রকল্পের কাজ যে বাকি ছিল, তা ভুলেই গিয়েছে। এরপরই, রাহুলকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মোদী বলেন, এটা ভিন্ন বিষয় যে এখন তো কয়েকজন বাবাসাহেবের (অম্বেডকর) চেয়ে বেশি ভোলেবাবাকে বেশি স্মরণ করছে। তবু ভাল।
প্রসঙ্গত, সম্প্রতি, গুজরাতে নির্বাচনী প্রচারে গিয়ে সোমনাথ মন্দির দর্শন করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি। সেখানে দর্শনার্থীদের রেজিস্টারে রাহুলের নামের পাশে ‘অ-হিন্দু’ লেখা হয়েছিল। সেই নিয়ে তাঁকে আক্রমণ করে বিজেপি। জবাবে রাহুল বলেছিলেন, আমি শিব-ভক্ত। বিজেপি যা খুশি বলতেই পারে। আমি সৎ থাকব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)