এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ভুল স্টেশনে পৌঁছল নয়াদিল্লিগামী ট্রেন, হতভম্ব যাত্রীরা
নয়াদিল্লি: ভুল স্টেশনে ট্রেন ঢুকতে দেখে চোখ কপালে উঠল যাত্রীদের! ট্রেনটির যাওয়ার কথা ছিল নয়াদিল্লি স্টেশনে। কিন্তু এর পরিবর্তে ট্রেনটি ঘুরিয়ে দেওয়া হয় ওল্ড দিল্লি স্টেশনে। রেলের এক লগ অপারেটরের ভুলে এই বিপত্তির ঘটনায় কয়েকশ যাত্রীকে দুর্ভোগের মুখে পড়তে হল।
এ ধরনের ভুল একেবারেই বিরল। কিন্তু গত মঙ্গলবার আসলাম নামে এর লগ অপারেটর পানিপথ-নয়াদিল্লি এবং সোনেপত-ওল্ড দিল্লি, এই দুই প্যাসেঞ্জার ট্রেনের নম্বর গুলিয়ে ফেলায় এই নজিরবিহীন ঘটনা ঘটল। ওই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
উত্তর রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, দুটি ট্রেনের সকাল ৭.৩৮ টায় সদর বাজার স্টেশনে পৌঁছয়। স্টেশনে পৌঁছনে প্রকৃত সময়ই এক হওয়ায় লগ অপারেটর পানিপথ-নয়াদিল্লি প্যাসেঞ্জার ট্রেনটিকে ওল্ড দিল্লি স্টেশনে পাঠিয়ে দেন বলে জানিয়েছেন উত্তর রেলওয়ের মুখপাত্র নিতিন চৌধুরী।
ভুল বোঝার সঙ্গে সঙ্গে ট্রেনটি নয়াদিল্লি স্টেশনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
রেলের এক আধিকারিক বলেছেন, একটি নিয়মিত প্যাসেঞ্জার ট্রেনের গন্তব্যে বদলের এই ঘটনা খুবই বিরল। নিয়মিত যে ট্রেনগুলি চলে, সেগুলির ক্ষেত্রে এ ধরনের ভুল হয় না। কারণ, অপারেটররা ট্রেনের নম্বর,সেগুলির যাত্রাপথ ও নাম সম্পর্কে ওয়াকিবহাল থাকেন।
গত বছর একটি বিশেষ ট্রেনের ক্ষেত্রে এ ধরনের ভুল হয়েছিল। ওই ট্রেনটির টুন্ডলার দিয়ে যাওয়ার কথা থাকলেও ভুল করে মোরাদাবাদ হয়ে পাঠিয়ে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement