শ্বাসজনিত সমস্যায় আইসিইউ-তে ভর্তি পাসোয়ান, অবস্থা স্থিতিশীল
পটনা: স্থিতিশীল আছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। শ্বাসজনিত সমস্যার কারণ তাঁকে গতকাল রাতে পটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছে আইসিইউ-তে।
পাসোয়ানের চিকিৎসার দায়িত্বে তৈরি হওয়া মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য হলেন হৃদবিশেষজ্ঞ প্রমোদ কুমার। তিনি জানান, আইসিইউ-তে থাকলেও, লোক জনশক্তি পার্টি (এলজেপি) সভাপতির শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।
বোর্ডের আরেক সদস্য পটনা এইমসের চিকিৎসক সঞ্জীব কুমারও জানান, পাসোয়ান এখন অনেকটাই স্থিতিশীল। মন্ত্রীর ওএসডি আর সি মীনা জানান, পাসোয়ানকে দিল্লি স্থানান্তরিত করা হবে কি না, সেই সিদ্ধান্ত বিকেলে নেবেন চিকিৎসকরা।
দলের বিহার ইউনিটের সভাপতি পশুপতি কুমার পরস, যিনি সম্পর্কে রামবিলাসের ভাই, জানান, গতকাল রাতে শ্বাসজনিত সমস্যা হওয়ায় রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
গতকাল সঞ্জীব কুমার জানিয়েছিলেন, পাসোয়ানের হৃদপিণ্ডে সমস্যা রয়েছে। তিনি বলেন, শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার ফলে লেফট ভেন্ট্রিক্যুলার ফেলিওর হয়েছে।
পাসোয়ানের শারীরিক অসুস্থতার কথা শুনে হাসপাতালে গিয়ে দেখা করেন দলের বিভিন্ন নেতা-কর্মীরা। পাশাপাশি, খোঁজ নিয়েছেন রাজ্যপাল রামনাথ কোবিন্দ এবং আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।