এক্সপ্লোর
Advertisement
কুরিয়ারে বিদেশে বাতিল নোট পাঠিয়ে বদলের ছক, লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করল শুল্ক বিভাগ
নয়াদিল্লি: বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের জন্য অভিনব উপায় অবলম্বনের হদিশ করল শুল্ক বিভাগ। কুরিয়ারে বাতিল নোট বিদেশে পাঠিয়ে পরে তা বদলে নেওয়ার এই কৌশল অবলম্বনের অভিযোগে শুল্ক বিভাগের আধিকারিকরা কয়েকটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল কেন্দ্র। অনাবাসী ভারতীয় (এনআরআই)-দের জন্য পুরানো নোট বাতিলের জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। দেশের নাগরিকদের জন্য এই নোট বদলের সময় গত বছরের ৩০ ডিসেম্বরই শেষ হয়ে গিয়েছে।
কুরিয়ারের মাধ্যমে বিদেশে বাতিল নোট পাঠানোর অভিযোগে শুল্ক বিভাগ কয়েকটি মামলা রুজু করেছে এবং এ ধরনের বাতিল নোটে ১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। শুল্ক বিভাগের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্যাকেটের ভেতরে বই বা অন্য কোনও ধরনের জিনিস রয়েছে ঘোষণা করে কিছু ব্যক্তিকে বিদেশে বাতিল নোট পাঠানোর চেষ্টা করতে দেখা গিয়েছে।
ওই আধিকারিক জানিয়েছে, বিদেশে থাকা আত্মীয়দের সাহায্য বাতিল নোট পাল্টে নতুন নোট হাতে পাওয়ায় এর উদ্দেশ্য হতে পারে।
দুটি ঘটনাতে দেখা গিয়েছে, পঞ্জাব থেকে অস্ট্রেলিয়ায় কুরিয়ার বুক করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে প্যাকেটের ভেতরে রয়েছে বই। শুল্ক বিভাগের আধিকারিকরা বিদেশী পোস্ট অফিসগুলিতে বিদেশগামী পার্সেলগুলিতে নজর রেখেছিলেন। তাঁদের চোখেরই ওই দুটি পার্সেলে বাতিল নোট ধরা পড়েছে।
এছাড়াও কোরিয়া ও সংযুক্ত আরব আমিরশাহীতে পাঠানো পার্সেলেও বাতিল নোট মিলেছে।
শুল্ক বিভাগের আধিকারিক জানিয়েছেন, সব মিলিয়ে ওই কুরিয়ারগুলি থেকে ১ লক্ষ টাকারও বেশি বাতিল নোট বাজেয়াপ্ত করা হয়েছে।
নোট বাতিলের পর দেশের নাগরিকদের জন্য গত ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট বদলের সময় ধার্য করা হয়েছিল। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বিদেশে থাকা ভারতীয়দের জন্য গত ৩১ মার্চ পর্যন্ত সময় ধার্য করা হয়েছিল। এনআরআই-দের জন্য এই সময়সীমা ৩০ জুন পর্যন্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement