এক্সপ্লোর
Advertisement
আগরায় আদিত্যনাথের জনসভায় নিষিদ্ধ কালো জামা পরা লোকজন
আগরা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভায় কালো শার্ট ও টি-শার্ট পরা কোনও ব্যক্তিকে ঢুকতে দেওয়া হল না। কেউ যাতে আদিত্যনাথকে কালো পতাকা দেখাতে না পারে সেটা নিশ্চিত করার জন্যই এই পন্থা নেয় প্রশাসন। আগরার একটি সরকারি কলেজের মাঠে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জনসভা ছিল। সেই কলেজের ফটক থেকেই কালো শার্ট বা টি-শার্ট পরা বেশ কয়েকজন যুবককে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। এ বিষয়ে পুলিশকর্মীরা মুখ খুলছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেছেন, সংশ্লিষ্ট যুবকদের দেখে সন্দেহ হওয়াতেই তাঁদের আটকানো হয়।
আদিত্যনাথ আগরায় পা দিলেই তাঁকে কালো পতাকা দেখানো হবে বলে হুমকি দিয়েছিল উত্তরপ্রদেশ মুসলিম মহাসঙ্ঘ। এই সংগঠনের সভাপতি চৌধুরী ফারহানের দাবি, উত্তরপ্রদেশের পর্যটন মানচিত্রে না রেখে তাজমহলের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী। এই হুমকির পরেই আদিত্যনাথের আগরা সফর উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরে ১৪,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। জনসভায় কালো শার্ট বা টি-শার্ট পরা কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
আজ জনসভায় যাওয়ার আগে তাজমহলে যান আদিত্যনাথ। তিনি তাজমহলের বাইরের রাস্তা ঝাঁট দেন। রাজনৈতিক মহলের অবশ্য বক্তব্য, তাজমহল নিয়ে চলতি বিতর্ক ধামাচাপা দেওয়ার জন্যই তাজমহলে গেলেন আদিত্যনাথ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement