এক্সপ্লোর
যেন অশ্বমেধের ঘোড়া, দ্বাদশতম দিনেও ছুটছে পেট্রোল, ডিজেলের দাম

নয়াদিল্লি: দ্বাদশতম দিনেও ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেলের দাম। আজ পেট্রোলের দাম বেড়েছে ৩৬ পয়সা, ডিজেলের ২২ পয়সা। দেশের নানা জায়গায় পেট্রোপণ্যের এই ঊর্ধ্বমুখী দামের প্রতিবাদে বিক্ষোভ চলছে। দাম বাড়ার ফলে আজ কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৮০ টাকা ৪৭ পয়সা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৭১ টাকা ৩০ পয়সা। জ্বালানির দাম এভাবে বাড়তে থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও একই সঙ্গে বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এক লিটার পেট্রোলের দাম মোটে ৩৭ টাকা কিন্তু সরকার এর ওপর ৪০ টাকা কর চাপিয়েছে। অর্থাৎ পেট্রোলের দামের থেকে বেশি অর্থ করের পিছনে দিচ্ছি আমরা। ডিলাররা এক লিটার পেট্রোল কিনছেন ৩৭ টাকা ৬৫ পয়সায়। এর ওপর ৩ টাকা ৬৩ পয়সা বসছে কমিশন। তার ওপর ১৯ টাকা ৪৮ পয়সা আবগারি শুল্ক ও ১৬ টাকা ৪১ পয়সা ভ্যাট। সব মিলিয়ে এক লিটার পেট্রোলের ওপর ৩৯ টাকা ৫২ পয়সা কর বসছে। গত ৪ বছরে ৯ বার পেট্রোপণ্যের আবগারি শুল্ক বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। ৩ লাখ ১০ হাজার কোটি টাকার বেশি অর্থ এই পেট্রোপণ্যের মাধ্যমে কোষাগারে পুরেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















