এক্সপ্লোর
দাম কমল পেট্রোল-ডিজেলের

নয়াদিল্লি: নোট-ভোগান্তির মধ্যেই কিছুটা স্বস্তির খবর। দাম কমল পেট্রল ও ডিজেলের। পেট্রলের দাম কমছে লিটারে ১.৪৬ টাকা। ডিজেলের দাম কমছে লিটারে ১.৫৩ টাকা। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর নতুন দাম। গত কয়েক সপ্তাহে দাম বাড়ার ধারা বদলে এবার কমল এই দুই জ্বালানির দাম। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন এই মূল্যহ্রাসের ঘোষণা করেছে। রাজ্য স্তরের ভ্যাট এই হ্রাসের মধ্যে ধরা হয়নি। ফলে বাস্তবে ক্রেতারা আরও কিছুটা কম দামে পেট্রোল ও ডিজেল পাবেন। দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ৬৭.৬২ টাকা থেকে কমে হচ্ছে ৬৫.৯৩ টাকা।এক্ষেত্রে ১.৬৯ টাকা দাম কমছে। ডিজেলের দাম প্রতি লিটারে ৫৬.৪১ টাকা থেকে কমে হচ্ছে ৫৪.৭১ টাকা। এক্ষেত্রে লিটার পিছু দাম কমছে ১.৭০ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম হবে যথাক্রমে ৬৮.৬৭ এবং ৫৬.৯৫। গত সেপ্টেম্বর থেকে ছয় বার দাম বেড়েছিল পেট্রোলের। এরফলে মাত্র দুমাসে পেট্রোলের দাম লিটার পিছু ৭.৫৩ টাকা বেড়েছিল।অন্যদিকে, গতমাসে তিনবার দাম বেড়েছিল ডিজেলের। তিন দফায় প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছিল ৩.৯০ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম ও টাকা ও ডলারের বিনিময়ের হারের পরিপ্রেক্ষিতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম কমানো হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















