এক্সপ্লোর
বিএসপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন ফুলন দেবীর স্বামী

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে মায়াবতীর দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জঙ্গলের ফুলন দেবীর স্বামী উমেদ সিংহ। দস্যু-জীবন ছেড়ে রাজনীতিতে আসা ফুলনের স্বামী অস্কার ফার্নান্ডেজের উপস্থিতিতে এদিন কংগ্রেসে সামিল হয়েছেন। উমেদের যোগদানকে স্বাগত জানিয়ে ফার্নান্ডেজ বলেছেন, এর ফলে উত্তরপ্রদেশে দল লাভবান হবে। তিনি আরও বলেছেন, উমেদের যোগদানের ব্যাপারে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সহ সভাপতি রাহুল গাঁধীর সবুজ সঙ্কেত মিলেছে। উল্লেখ্য, উমেদ কংগ্রেস ছেড়েই বহুজন সমাজ পার্টি (বিএসপি)-তে যোগ দিয়েছিলেন। এরপর ফের তিনি পুরানো দলেই ফিরলেন। বুন্দেলখণ্ডে উমেদের প্রভাব রয়েছে। ফলে ভোটে এই অঞ্চলে ফায়দা পেতে পারে কংগ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















