এক্সপ্লোর
Advertisement
চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি বিজয়ন? অস্বীকার কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তরের
নয়াদিল্লি: শনিবার ভোররাতে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। অসুস্থ বোধ করায় রাত আড়াইটে নাগাদ ৭৩ বছর বয়সি বিজয়নকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে কয়েকটি মিডিয়ার খবর। রোগ-জীবানু সংক্রমণ প্রতিরোধ বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল তাঁকে পরীক্ষা নিরীক্ষা করছে বলেও দাবি করে তারা। অ্যাপোলো হাসপাতাল সূত্রে বিজয়নের চিকিত্সাধীন থাকার খবরের সত্যতাও স্বীকার করা হয়।
যদিও কেরলের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, বিজয়ন হাসপাতালে ভর্তি হননি, তাঁর স্ত্রীর চেকআপ চলছে সেখানে। মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি জানান, আগে থেকেই ঠিক ছিল। রুটিন মেডিকেল চেক আপের জন্যই গিয়েছেন তিনি। ভর্তি হননি। রবিবারই তিনি ফিরে আসবেন।
প্রসঙ্গত, দিনকয়েক আগে মুখ্যমন্ত্রী গণপিটুনিতে হত আদিবাসী যুবক মধু ছিন্দাকির বাড়ি গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান। দোকান থেকে খাবার চুরি করার অভিযোগে পিটিয়ে তাকে মেরে ফেলে মারমুখী জনতা। বিজয়ন তাঁর বাড়ির লোকজনকে আশ্বস্ত করেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement