এক্সপ্লোর
যোগদিবস কর্মসূচি থেকে দূরেই নীতীশ সরকার, কটাক্ষ গিরিরাজের
পটনা: দেশজুড়ে ধুমধাম করে যোগদিবস পালিত হলেও ব্যতিক্রম নীতীশ কুমারের বিহার সরকার। সেখানে সরকারি ভাবে কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি তারা। যোগদিবসের কর্মসূচি পালন থেকে দূরেই থাকতে দেখা যায় তাদের। তবে বিহার থেকে নির্বাচিত ৩ কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, রামকৃপাল যাদব ও গিরিরাজ সিংহ আলাদা অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সঙ্গে শরীরচর্চা করেন। গাঁধী ময়দানের অনুষ্ঠানের ফাঁকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও প্রযুক্তিমন্ত্রী রবিশংকর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রাচীন শরীরচর্চার ব্যবস্থার এমন ব্যাপক আয়োজনের ফলে দেশবাসীর মধ্যে ঐক্যবোধ জেগে উঠবে। যোগদিবস পালনে একাধিক দেশকে সামিল করিয়ে আন্তর্জাতিক অনুষ্ঠানে পরিণত করার জন্য তিনি ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আরেক মন্ত্রী গিরিরাজ পটনার কাঁকেরবাগে যোগ অনুষ্ঠানে সামিল হন। বিজেপি, কেন্দ্রের এনডিএ সরকার স্রেফ প্রচার পেতে চাইছে, এই যুক্তিতে যোগদিবস কর্মসূচির বিরোধিতা করায় নীতীশ সরকারকে তুলোধনা করে তিনি বলেন, বুঝতে পারছি, যোগ নয়, আপনার রাগ আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















