এক্সপ্লোর
মাকরঁকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার বার্তা মোদীর

নয়াদিল্লি: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ইমানুয়েল মাকরঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইট করে অভিনন্দন জানানোর পাশাপাশি লিখেছেন, ভারত-ফ্রান্স সম্পর্ককে আরও মজবুত করার জন্য একসঙ্গে কাজ করতে চান।
Congratulations to @EmmanuelMacron for an emphatic victory in the French Presidential election. #Presidentielle2017
— Narendra Modi (@narendramodi) May 8, 2017
অতি দক্ষিণপন্থী মারিন ল্য পেনকে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মাকরঁ। তিনি ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের ৫৯ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হতে চলেছেন। ইউরোপে এই নিয়ে গত ৬ মাসে তিন দেশের প্রেসিডেন্ট নির্বাচনে অতি দক্ষিণপন্থী প্রার্থীর পরাজয় হল। সাম্প্রতিক নির্বাচনে অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসেও অতি দক্ষিণপন্থীদের পরাজয় হয়েছে। ফ্রান্সেও সেটাই দেখা গেল। I look forward to working closely with President-elect @EmmanuelMacron to further strengthen India-France ties.
— Narendra Modi (@narendramodi) May 8, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















