এক্সপ্লোর
Advertisement
‘আত্মনির্ভর ভারতের জন্য সমধুর বার্তা’, লতা মঙ্গেশকরের ট্যুইট প্রসঙ্গে মন্তব্য প্রধানমন্ত্রী মোদির
ট্যুইটারে একটি নতুন গানের ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গানের শিরোনাম ‘জয়তু জয়তু ভারতম-বসুধেব কুটুম্বকম’। করোনাভাইরাস মহামারির প্রকোপের মধ্যে আত্মনির্ভর ভারতের আদর্শে অনুপ্রাণিত এই গান গেয়েছেন ২০০-র বেশি শিল্পী।
নয়াদিল্লি: ট্যুইটারে একটি নতুন গানের ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গানের শিরোনাম ‘জয়তু জয়তু ভারতম-বসুধেব কুটুম্বকম’। করোনাভাইরাস মহামারির প্রকোপের মধ্যে আত্মনির্ভর ভারতের আদর্শে অনুপ্রাণিত এই গান গেয়েছেন ২০০-র বেশি শিল্পী। লতা মঙ্গেশকরের পোস্ট করা এই গানের ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এই গান সবাইকে রোমাঞ্চিত ও অনুপ্রাণিত করবে। আত্মনির্ভর ভারতের জন্য সুমধুর বার্তা দেওয়া হয়েছে এই গানে’।
এই গানকে বৃহত্তম প্রার্থনা মঞ্চ হিসবে বর্ণনা করা হয়েছে, যেখানে ইন্ডিয়ান সিঙ্গার রাইটস অ্যাসোসিয়েশন (আইএসআরএ)-র ২১১ জন সদস্য স্বনির্ভর ভারতের আবেগকে সুরেলা কুর্ণিশ জানিয়েছেন।
আশা ভোঁসলে, সোনু নিগম, শঙ্কর মহাদেবন, শান, উষা উত্থুপ ও প্রসুণ জোশি গানে তাঁদের নিজেদের অংশ লকডাউনের কারণে বাড়িতে বসেই রেকর্ড করেছেন।
গানটির সুর দিয়েছেন শঙ্কর মহাদেবন। গীতিকার প্রসূণ জোশি।
গানের ভিডিও শেয়ার করে লতা মঙ্গেশকর ট্যুইটারে লিখেছেন, আমাদের প্রতিভাবান আইএসআরএ গায়করা ‘আত্মনির্ভর’ ভারতের আবেগে অনুপ্রাণিত হয়ে একত্রিত হয়ে এই গান রচনা করেছেন, যা ভারতের মানুষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি উত্সর্গ করা হয়েছে।
ভিডিও-র কয়েকটি ক্লিপে দেখা গিয়েছে স্বাস্থ্যকর্মীদের মতো কোভিড-১৯-এর বিরুদ্ধে সামনের সারির যোদ্ধাদের। প্রধানমন্ত্রীকেও দেখা গিয়েছেন একেবারে শেষের দিকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement