এক্সপ্লোর
অসুস্থ সনিয়া গাঁধীকে চিকিৎসক, বিমান পাঠিয়ে সাহায্যের প্রস্তাব মোদীর

নয়াদিল্লি: মঙ্গলবার মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে কংগ্রেসের রোড শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। রাতে তাঁকে দিল্লিতে সেনা হাসপাতালে ভর্তি করতে হয়। গতকাল সনিয়ার অসুস্থতার খবর পেয়ে মোদী কংগ্রেস সভানেত্রীকে চিকিৎসক ও বিমান পাঠিয়ে সাহায্যের প্রস্তাবও দেন। টুইটারে উদ্বেগপ্রকাশ করে কংগ্রেস সভানেত্রীর দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। সূত্রের খবর, পরে সনিয়ার শারীরিক অবস্থার খবর জানতে ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শীলা দীক্ষিতকেও ফোন করেন মোদী। মঙ্গলবার হঠাৎ করে জ্বরে কাবু হয়ে রোড শো ছেড়ে চলে আসতে হয় সনিয়াতে। তবে অসুস্থতার মধ্যেই কং সভানেত্রী জানিয়েছেন, তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরে আসবেন, এবং কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে যাবেন। ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্যে গতকাল বারাণসী গিয়েছিলেন সনিয়া। অসুস্থ হওয়ায় কংগ্রেস সভানেত্রীকে দিল্লি ফিরে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তার আগে বারাণসী বিমানবন্দরে তাঁর চিকিৎসাও করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















