এক্সপ্লোর
Advertisement
সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ: সিদ্ধান্ত নেবেন মোদীই, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
মুম্বই: সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করা উচিত কিনা, তা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহির। তিনি বলেছেন, সেনাবাহিনী সরকারের কাছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ, অভিযানের যে ভিডিও তুলে দিয়েছে, তা জনসমক্ষে আনা হবে কিনা, সেটা ঠিক করবেন প্রধানমন্ত্রীই।
বিরোধী শিবির থেকে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশের দাবি উঠেছে। শাসক শিবিরের অভিযোগ, সেনা অভিযান নিয়ে সংশয় রয়েছে বিরোধীদের। সেজন্যই তার ভিডিও দেখতে চাইছে তারা। এতে পাকিস্তানই ভারতীয় সেনাবাহিনীর অভিযান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। আহিরও বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি হওয়া খুবই দুর্ভাগ্যের। এতে সেনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
এ প্রসঙ্গে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমকে কটাক্ষ করেন তিনি। সঞ্জয় গতকাল ট্যুইটে সার্জিক্যাল স্ট্রাইককে ভুয়ো বলেন। আহিরের জবাব, উনি ছিলেন শিবসেনায়। শিবসেনা প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরের প্রতিই আনুগত্য দেখাতে পারলেন না, তো কী করে কংগ্রেসের প্রতি অনুগত থাকবেন?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement