পিএনবি প্রতারণা: জালিয়াতির পরিমাণ আরও ১,৩২৩ কোটি টাকা বেশি, ঘোষণা ব্যাঙ্কের
![পিএনবি প্রতারণা: জালিয়াতির পরিমাণ আরও ১,৩২৩ কোটি টাকা বেশি, ঘোষণা ব্যাঙ্কের PNB scam: Bank says fraud amount could be Rs 1,323 cr more পিএনবি প্রতারণা: জালিয়াতির পরিমাণ আরও ১,৩২৩ কোটি টাকা বেশি, ঘোষণা ব্যাঙ্কের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/22174756/nirav-modi-pnb.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: প্রতারণা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। দেশের দ্বিতীয় বৃহত্তম এই ব্যাঙ্কের তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, প্রতারণার মোট মূল্য পূর্ব-নির্ধারিত ১১,৪০০ কোটি টাকার চেয়ে প্রায় ১,৩০০ কোটি টাকা বেশি।
পিএনবি-র এই ঘোষণা গুরুত্বপূর্ণ এই মর্মে যে, কারণ, ১১,৪০০ কোটি টাকার প্রতারণা মামলা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে একাধিক তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই, এই প্রতারণাকে দেশের বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণার আখ্যা দেওয়া হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি, এই প্রতারণার বিষয়টি নজরে আসে ব্যাঙ্কের। হিরে ও রত্ন ব্যবসায়ী নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে অভিযোগ, মুম্বইতে ব্যাঙ্কের একটি ব্রাঞ্চের থেকে জাল লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) বের করে অন্যান্য ব্যাঙ্কের বিদেশি শাখা থেকে ঋণ নিয়েছেন এই দুজন।
গতকাল বম্বে স্টক এক্সচেঞ্জে দায়ের করা রিপোর্টে, পিএনবি জানিয়েছে, অবৈধ লেনদেনের পরিমাণ পূর্বঘোষিত অর্থের তুলনায় আরও ১৩২৩ কোটি টাকা বেশি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)