এক্সপ্লোর
পিএনবি জালিয়াতি: প্রাক্তন ডেপুটি ম্যানেজার সহ ধৃতদের ৩ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজত

নয়াদিল্লি: ১১ হাজার ৫০০ কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারিতে প্রথম গ্রেফতার। মুম্বই থেকে পিএনবি-র তৎকালীন ডেপুটি ম্যানেজার (অবসরপ্রাপ্ত) গোকুলনাথ শেট্টি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে পিএনবি-র কর্মী মনোজ খারাট (সিঙ্গল উইনডো অফিসার) ও নীরব মোদী গ্রুপ অফ ফার্মের স্বীকৃত সইয়ের অধিকারী হেমন্ত ভাটকে। ধৃতদের আজ মুম্বইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। তাঁদের ৩ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, পিএনবি থেকে সাড়ে এগারো হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে হীরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে। তাঁরা সবাই ইতিমধ্যেই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। গোকুলনাথ ও মনোজের বিরুদ্ধে দায়ের করা এফআইআর অনুযায়ী, অভিযুক্ত কোম্পানিগুলির সঙ্গে যোগসাজশ করে তাঁরা পিএনবি থেকে ৭৫৬ মিলিয়ন জলার জালিয়াতি করেছেন। জানা গেছে, গোকুলনাথ গত বছরের মে মাসে অবসর গ্রহণ করেন। মুম্বইয়ে তিনটি বাড়ির মালিক তিনি। গ্রেফতারি এড়াতে ক্রমাগত অবস্থান বদল করছিলেন তিনি। শেষপর্যন্ত আন্ধেরির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গোকুলনাথের স্ত্রী ও সন্তানদের কাছে থেকে তাঁর হদিশ জানতে পারে সিবিআই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















