এক্সপ্লোর
Advertisement
নীরব মোদীকে যোগ্য শাস্তি দেবেন প্রধানমন্ত্রী, দাবি রামদেবের
নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) থেকে সাড়ে এগারো হাজার কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে সারা দেশে তীব্র আলোড়ন চলছে। বিরোধীদের নিশানায় পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন যোগগুরু রামদেব। তাঁর দাবি, খুব শীঘ্রই এই মামলায় অভিযুক্ত কোটিপতি হিরে ব্যবসায়ী নীরব মোদী সহ অন্যান্যদের তাঁদের যেখানে থাকা উচিত সেখানে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী। রামদেবের আরও দাবি, বেআইনি কাজের জন্য নীরব মোদী নিশ্চিতভাবেই সাজা পাবেন এবং গায়েব করা টাকা উশুলও আসবে।
রামদেব বলেছেন, প্রধানমন্ত্রী যেখানে দেশের উন্নয়ণের কাজ করছেন, সেখানে অন্য কয়েকজন মোদী দেশের লজ্জার কারণ হয়ে উঠেছেন।
পিএনবি জালিয়াতির নায়ক নীরব মোদীকেও একহাত নিয়েছেন রামদেব। তিনি বলেছেন, নীরব মোদী ও ললিত মোদীরা যে-ই এ ধরনের কাজ করেন, তাঁরা এভাবে দেশকেই লজ্জিত করেন। রামদেবের বক্তব্য, কেউ কেউ দুর্নীতি করে দেশের বদনাম করেন। এতে দেশের ভাবমূর্তির ক্ষতি হয়। নীরব মোদী তাঁর পাপের সাজা অবশ্যই পাবেন বলে দাবি করেছেন রামদেব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement