এক্সপ্লোর
মুম্বইয়ে তিন-তারা হোটেল মধুচক্রের পর্দাফাঁস, উদ্ধার তিন অভিনেত্রী
মুম্বই শহরতলি আন্ধেরির একটি তিন-তারা হোটেলে হাই প্রোফাইল মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ। এই ঘটনায় ২৯ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার এক নাবালিকা সহ তিন অভিনেত্রী।

মুম্বই: মুম্বই শহরতলি আন্ধেরির একটি তিন-তারা হোটেলে হাই প্রোফাইল মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ। এই ঘটনায় ২৯ বছরের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার এক নাবালিকা সহ তিন অভিনেত্রী। বৃহস্পতিবার পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। আন্ধেরি পূর্বের এই হোটেলে এদিন অভিযান চালায় সিটি পুলিশের সোশাল সার্ভিস (এসএস) বিভাগ। অভিযানের সময় পুলিশ দেখতে পায়, এক নাবালিকা সহ তিন মহিলা করে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছে। পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে। একইসঙ্গে এই চক্র যে চালাচ্ছিল বলে অভিযোগ, প্রিয়া শর্মা নামে সেই মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। এসএস বিভাগের সিনিয়র ইনস্পেক্টর সন্দেশ রেভালে বলেছেন, ধৃত মহিলা কান্ডিভালি ইস্টে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিক। উদ্ধার হওয়া মহিলাদের একজন অভিনেত্রী ও গায়িকা। একটি টেলিভিশন ক্রাইম শো-তে তিনি কাজ করেছেন । অন্যজন মরাঠি সিনেমা ও সিরিয়ালে কাজ করেছেন। নাবালিকা ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানিয়েছেন রেভালে। তিনি বলেছেন, ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















