এক্সপ্লোর
চেন্নাইয়ে গুন্ডা ধরতে জন্মদিনের পার্টিতে পুলিশের আট ঘণ্টার অভিযান!

চেন্নাই: অপরাধীদের ধরতে ছদ্মবেশ ধরে বিভিন্ন জায়গায় পুলিশের হাজির হওয়ার ঘটনা অনেক হিন্দি ছবির চিত্রনাট্যেই দেখা গিয়েছে। কিন্তু বাস্তবে আট ঘণ্টা অপারেশন চালিয়ে, একটি জন্মদিনের পার্টি থেকে চেন্নাইয়ের এক কুখ্যাত গুন্ডা বিনুকে ধরল পুলিশ। জন্মদিনের পার্টিটি আয়োজন করা হয়েছিল একটি যন্ত্রের দোকানের বাইরে। মঙ্গলবার রাতে সেখানে বিনুকে ঘিরে রেখেছিল ৭৫ জন গুন্ডার একটি দল। মঙ্গলবার রাতে ওই এলাকায় বিনুর উপস্থিতির কথা জানতে পারে পুলিশ। ৫০ জনের একটি দল সাদা পোশাকে গাড়ি সাজিয়ে হাজির হয় পার্টিতে। পুলিশের ধারণা ছিল সেখানে ৩০-৪০জনের বেশি লোক থাকবে না। কিন্তু গিয়ে দেখা যায়, সেখানে রয়েছে প্রায় ১০০ জন। পুলিশকে চিনে ফেলে অনেকেই এবং নিজেদের কোড ভাষায় বিনুকে সতর্ক করে দেওয়া হয়। এরপরই সেখান থেকে পালায় বিনু। খবর দিয়ে দেওয়া হয় এলাকার অন্য থানার পুলিশদের। তারপরই এলাকার বিভিন্ন গাড়িতে তল্লাশি চালিয়ে অপরাধীদের দলটিকে ধরে ফেলে পুলিশ। এখনও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। চেন্নাইয়ের সিটি পুলিশ কমিশনার এ.কে বিশ্বনাথন জানিয়েছেন, তল্লাশি অভিযানে পুলিশ মোট ১৫টি মোটর বাইক, সাতটি গাড়ি ও ৮৮টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। গুন্ডা বিনুর বিরুদ্ধে একাধিক খুনের মামলা চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















