এক্সপ্লোর
Advertisement
পঞ্জাবে তলোয়ারের কোপে হাত কাটা যাওয়া পুলিশকর্মীর পদোন্নতি, প্রশংসা করে ট্যুইট মুখ্যমন্ত্রীর
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বৃহস্পতিবার জানান, নিজের কর্তব্যের প্রতি দারুণ নিষ্ঠা দেখিয়েছেন হরজিত্। তাঁর দায়িত্বজ্ঞান সকলকে অনুপ্রাণিত করার মতো।
পাতিয়ালা: লকডাউনের সময় বিনা প্রয়োজনে রাস্তায় বেরনোয় বাধা দিয়েছিলেন। সেই ‘অপরাধ’এ তলোয়ারের কোপে পঞ্জাব পুলিশের এক এএসআই-এর হাত কেটে নিয়েছিল দৃষ্কৃতীরা! পাতিয়ালায় আক্রান্ত সেই এএসআই হরজিত্ সিংহকে বৃহস্পতিবার সাব-ইনস্পেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাতেই এই পদোন্নতি বলে পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে।
গত রবিবার সকালে পাতিয়ালার ওই সবজি বাজার বন্ধ করার জন্য পুলিশ গিয়েছিল। সেই দলেই ছিলেন হরজিৎ। তাঁর উপর তলোয়ার নিয়ে চড়াও হয় হামলাকারীদের একজন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাতিয়ালা সবজি মান্ডি গার্ড রেল দিয়ে ঘিরছিল পুলিশ। ঠিক সেই সময়েই একটি গাড়ি গার্ড রেলকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হরজিতের হাতে কোপ বসায় এক দুষ্কৃতী।
যন্ত্রণায় ছটফট করতে থাকেন হরজিৎ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পঞ্জাব পুলিশ ট্যুইট করে জানায়, হরজিতের কেটে দেওয়া হাত জোড়া লাগানো হয়েছে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বৃহস্পতিবার জানান, নিজের কর্তব্যের প্রতি দারুণ নিষ্ঠা দেখিয়েছেন হরজিত্। তাঁর দায়িত্বজ্ঞান সকলকে অনুপ্রাণিত করার মতো। তাই হরজিতের পদোন্নতি করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
খবর
খবর
জেলার
Advertisement