এক্সপ্লোর
পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন: ২৪ ঘণ্টার মধ্যে ২বার পাক সেনারা গুলি ছুঁড়েছে এদিকে

ফাইল চিত্র
শ্রীনগর: জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় ফের গুলি বর্ষণ শুরু করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার এপার লক্ষ্য করে মর্টার দাগছে তারা। চারটি গ্রামের উদ্দেশে গুলি বর্ষণ চলছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গতকাল পুঞ্চের কৃষ্ণঘাটি সেক্টরের দিকে গুলি চালানো শুরু করে তারা। আজ সকাল থেকে পুঞ্চের চারটি গ্রাম লক্ষ্য করে পাক সেনা গুলি ছুঁড়ছে। তবে এখনও কারও হতাহত হওয়ার খবর নেই। এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, কোনওরকম প্ররোচনা ছাড়াই রাত বারোটা থেকে কৃষ্ণঘাটি সেক্টর লক্ষ্য করে পাকিস্তান গুলি চালাচ্ছে। ৮২ মিলিমিটার মর্টার ও স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করছে তারা। সেনা সমুচিত জবাব দিচ্ছে। এর আগে ৯ তারিখ পুঞ্চে পাক সেনার আচমকা গুলিবর্ষণে সেনা জওয়ান দীপক জগন্নাথ ঘাটগের মৃত্যু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















