এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
গ্রাহক যদি বিদেশের নাগরিকত্ব নেন, তবে বন্ধ হয়ে যাবে তাঁর পিপিএফ অ্যাকাউন্ট
নয়াদিল্লি: যদি কোনও পাবলিক প্রভিডেন্ট ফান্ড গ্রহীতা বিদেশের নাগরিকত্ব নেন, তবে দেশে তাঁর পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসির ক্ষেত্রেও নেওয়া হবে একই পদক্ষেপ। জানিয়েছে কেন্দ্র।
এ মাসের শুরুতে সরকারি গেজেটে এ ব্যাপারে আইন সংশোধনের কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে।
সংশোধিত আইনে বলা হয়েছে, যদি কোনও ভারতীয় নাগরিক পিপিএফ বা এনএসসি গ্রাহক হন ও মেয়াদ শেষের আগে যদি তিনি বিদেশের নাগরিকত্ব নেন তা হলে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। যেদিন থেকে তিনি বিদেশি নাগরিকত্ব নেবেন, সেদিন থেকেই বন্ধ ধরা হবে তাঁর অ্যাকাউন্ট। সুদও তিনি পাবেন সেদিন পর্যন্ত।
এনএসসির ক্ষেত্রে আর একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে, মেয়াদ শেষের আগে গ্রহীতা বিদেশের নাগরিকত্ব নিলে নাগরিকত্ব নেওয়ার দিনই সার্টিফিকেট ভাঙাতে হবে অথবা ভাঙানো হয়েছে বলে ধরে নেওয়া হবে। সেই দিনের হিসেবে সুদও পাবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement