এক্সপ্লোর
‘বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী’, বিদ্রুপ মেশানো ট্যুইটে নীতীশকে অভিনন্দন প্রশান্ত কিশোরের
বিহারের নির্বাচন চলাকালে কোনও মন্তব্যই করেননি একদা নীতীশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর।

নয়াদিল্লি: একটানা চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী পদে আজ শপথ নিলেন জেডিইউ নেতা নীতীশ কুমার। জোট শরিকে বিজেপির থেকে অনেক কম আসন পেয়েও নীতীশই পটনার কুর্সি ধরে রাখলেন। নীতীশের শপথের পর ভোট কৌশলী তথা জেডিইউ-র প্রাক্তন নেতা প্রশান্ত কিশোর বিদ্রুপ মেশানো কথায় অভিনন্দন জানালেন। বিহারের নির্বাচন চলাকালে কোনও মন্তব্যই করেননি একদা নীতীশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর। এদিন ট্যুইটে তাঁর কটাক্ষ, বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য নীতীশ কুমারকে অভিনন্দন। তিনি ট্যুইটে লিখেছেন, একজন পরিশ্রান্ত ও রাজনৈতিকভাবে দুর্বল মুখ্যমন্ত্রী হয়েছেন। বিহারের আরও কয়েক বছর উদ্যমহীন প্রশাসনের জন্য প্রস্তুত হতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















