এক্সপ্লোর
রীতি লঙ্ঘন হয়েছে, কী করে বিজেপির বৈঠকে ডোভাল, ব্যাখ্যা দিন রাজনাথ, বলল সিপিএম

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বাসভবনে ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডের আসন্ন বিধানসভা ভোটের ব্যাপারে বিজেপির দলীয় বৈঠকে কেন হাজির ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রশ্ন তুলল সিপিএম। এ নিয়ে সরকারের কী অবস্থান রাজনাথের কাছে বাম দলটি জানতে চেয়েছে। এক বিবৃতিতে সিপিএম বলেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওই বৈঠকে হাজির ছিলেন বলে মিডিয়ায় খবর বেরিয়েছে। খবরটা সত্যি হলে মারাত্মক নিয়মরীতি লঙ্ঘনের ব্যাপার। আচরণবিধি ভাঙা হয়েছে। বিজেপির নির্বাচনী প্রচার নিয়ে আলোচনার জন্য ডাকা বৈঠকে কী করে থাকেন জাতীয় নিরাপত্তা পরামর্শদাতার মতো উচ্চপদস্থ সরকারি কর্তা? অবিলম্বে ব্যাখ্যা দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















