এক্সপ্লোর
Advertisement
প্রধান বিচারপতির সঙ্গে কথা, চার বিচারপতির সাংবাদিক সম্মেলন করে মুখ খোলা এড়ানো যেত, বললেন অ্যাটর্নি জেনারেল
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের চার সিনিয়র বিচারপতি যেভাবে সাংবাদিক সম্মেলন ডেকে মুখ খুললেন, সেটা এড়ানো যেত বলে জানালেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল।
সুপ্রিম কোর্টের দ্বিতীয় সবচেয়ে সিনিয়র বিচারপতি জে চেলামেশ্বরের বাসভবনে সাংবাদিকদের ডেকে বিচারপতিরা তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলার পরই প্রধান বিচারপতি দীপক মিশ্রের সঙ্গে কথা বলেন বেনুগোপাল। সংবাদ সংস্থাকে তিনি পরে বলেন, এবার বিচারপতিদের সার্বিক সংহতি, ঐক্য সুনিশ্চিত করতে 'বিচক্ষণতা' দেখাতে হবে। আজ যা ঘটে গেল, সেটা এড়ানো যেত। বিচারপতিদের এখন পরিণত মানসিকতা দেখাতে হবে, সুনিশ্চিত করতে হবে যে, বিরোধ, বিভেদ সম্পূর্ণ মুছে গিয়েছে, ভবিষ্যতে তাঁদের মধ্যে পূর্ণ ঐকমত্য, পারস্পরিক বোঝাপড়া বজায় থাকবে। বিচারবিভাগে আমরা সকলে এটাই চাই। আমি নিশ্চিত, প্রধান বিচারপতি সমেত সব বিচারপতিই উদ্ভূত পরিস্থিতি মাথায় রেখে চলবেন। প্রধান বিচারপতি ও অন্যদের সঙ্গে তাঁর কী কথা হয়েছে, সেটা বলতে চাননি অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, বিচারপতিদের কথা দিয়েছি, এ নিয়ে মিডিয়াকে কিছু বলব না। সূত্রের খবর, সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে চার সিনিয়র বিচারপতি যেসব কথা বলেছেন, তা নিয়ে বিচারপতি মহলে তীব্র আলোড়ন চলছে।
যদিও প্রধান বিচারপতির বক্তব্য জানার জন্য তাঁর সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement