এলফিনস্টোন: শোকপ্রকাশ রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
মুম্বই: মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে পদপিষ্টে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি।
এদিন এক শোকবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান, মুম্বইয়ে পদপিষ্টে মৃত্যুর ঘটনায় মর্মাহত। নিহতদের পরিবারকে সমবেদনা। আহতদের জন্য প্রার্থনা। শোকজ্ঞাপন করেছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি জানান, ঘটনার কথা জানতে পেরে তিনি স্তম্ভিত। বলেন, নিহতদের পরিবারকে আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
[embed]https://twitter.com/iamRamKovind/status/913676597265285121[/embed]এর আগে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, টুইটারে তিনি লেখেন, মুম্বইয়ে পদপিষ্ট হয়ে নিহতদের জন্য গভীর সমবেদনা। আহতদের জন্য প্রার্থনা। তিনি জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পীযুষ গয়াল মুম্বইতে রয়েছেন। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে সবরকম সাহায্য করবেন।
https://twitter.com/narendramodi/status/913668678926790657 https://twitter.com/narendramodi/status/913668947819479040শুক্রবার সকালে এলফিনস্টোন রোড স্টেশনের ফুটব্রিজে হুড়োহুড়ির সময় পদপিষ্ট হয়ে অন্তত ২২ জন মারা যান। আহত হন আরও ৩৭ জন। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গয়াল।
https://twitter.com/PiyushGoyal/status/913672213475287041