এক্সপ্লোর
হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ হনুমান জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে এ ব্যাপারে শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন তিনি। [embed]https://twitter.com/narendramodi/status/979913614516674560[/embed] রামচন্দ্রের সবথেকে বড় ভক্ত হনুমানের জন্মদিন এই হনুমান জয়ন্তী প্রতি বছর পালিত হয় চৈত্র মাসের শুক্লপক্ষের ১৫ তারিখে। প্রধানমন্ত্রী ছাড়াও এই উপলক্ষ্যে নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু প্রমুখ। [embed]https://twitter.com/arunjaitley/status/979919114184609792[/embed] [embed]https://twitter.com/sureshpprabhu/status/979897341867102210[/embed] মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। [embed]https://twitter.com/MamataOfficial/status/979894547940429825[/embed]
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















