এক্সপ্লোর
Advertisement
কয়েদি নম্বর ১৯৯৭, স্বঘোষিত গডম্যান রাম রহিম জেলে প্রথম রাত কাটালেন কেঁদে, না খেয়ে
নয়াদিল্লি: বর্ণময় জীবন থেকে একমুহূর্তে জেলের কয়েদি স্বঘোষিত ধর্মগুরু ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহ। গতকালই দুই শিষ্যাকে ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত রাম রহিমের কুড়ি বছরের কারাদণ্ডের ঘোষণা করে বিশেষ সিবিআই আদালত। জানা গিয়েছিল, সাজা ঘোষণার সময়ই কেঁদে ফেলেন বিতর্কিত এই ধর্মগুরু। এমনকি তিনি নিজেকে নির্দোষ দাবি করে ক্ষমা পর্যন্ত চান বিচারকের সামনে। তবে তাঁর কোনও কান্নাকাটির নাটকই মনে দাগ কাটেনি বিচারকের। গতকালই ছিল জেলে কয়েদি হিসেবে রাম রহিমের প্রথম রাত।
গতকালই কয়েদি নম্বর ১৯৯৭ নিজের ঝকমকে পোশাক খুলে, কয়েদির পোশাক পরেন। এমনকি সারা রাত তিনি নাকি জেলে কেঁদে কাটিয়েছেন, সঙ্গে কোনও খাবারও সেভাবে মুখে তোলেননি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আদালত থেকে জেলে ফিরে এসে ক্রমাগত কেঁদে গেছেন ধর্মগুরু। কারও সঙ্গে তাঁকে সেভাবে কথা বলতেও দেখা যায়নি।
এইমুহূর্তে রাম রহিমকে একটি অ্যাপ্রুভাল সেলে রাখা হয়েছে। অন্য কারও সঙ্গে কারাবাস ভাগ করতেও হয়নি তাঁকে। সূত্রের খবর, মূলত নিরাপত্তার কারণেই তাঁকে এখন সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দুজন পুলিশকর্মী এবং দুজন নিরাপত্তাকর্মী।
শুক্রবার ধর্মগুরুর সাজা ঘোষণার পর সারা হরিয়ানা, পঞ্জাব এমনকি দিল্লির বেশ কিছু জায়গা জুড়ে ডেরা সাচা সৌদার অনুগামীদের তাণ্ডব চলে। মৃত্যু হয় বহু লোকের, আহত শতাধিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement