এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসের ত্রাতা হয়ে আসবে প্রিয়ঙ্কার মেয়ে, আশা জনার্দন পূজারীর
ম্যাঙ্গালুরু: কংগ্রেস নেতা কর্মীরা এখনও আশা করছেন, প্রিয়ঙ্কা ভঢরা এসে দলের হাল ধরবেন আর তাঁর ক্যারিশমায় আবার জয়ের মুখ দেখবেন তাঁরা। দলীয় নেতৃত্বের একাংশ অবশ্য এখন আর প্রিয়ঙ্কা নন, বাজি ধরছে তাঁর মেয়ের ওপর। বরিষ্ঠ কংগ্রেস নেতা জনার্দন পূজারীর কথায় স্পষ্ট হয়ে উঠেছে গোটা চিত্র।
নেহরু-গাঁধী পরিবারের কট্টর সমর্থক বলে চিহ্নিত পূজারী ম্যাঙ্গালুরুর প্রাক্তন সাংসদ। তিনি বলেছেন, তাঁর আশা, প্রিয়ঙ্কার মেয়ে মিরায়া এসে দলের চেহারা বদলে দেবে। হরিদ্বারের এক জ্যোতিষী নাকি তাঁকে এমনটাই জানিয়েছেন।
পূজারী বলেন, প্রিয়ঙ্কার মধ্যে ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধীর ক্যারিশমা রয়েছে। কয়েক বছর আগে নাকি সনিয়া গাঁধী তাঁকে তাঁর নাতনির কোষ্ঠী দেন, তা এক জ্যোতিষীকে দেখাতে বলেন তিনি। তিনি যখন ওই কোষ্ঠী নিয়ে সংশ্লিষ্ট জ্যোতিষীর কাছে যান, তিনি তখন বলেন, তাঁর গুরু, হরিদ্বারের এক জ্যোতিষীকে সেটি দেখাতে। তাঁর গণনা নাকি কখনও ব্যর্থ হয় না।
হরিদ্বারের সেই জ্যোতিষী প্রিয়ঙ্কা কন্যার কোষ্ঠী দেখে বলেন, এমন নেত্রী ভারতে কখনও আসেনি, আসবেও না। পূজারী নাকি তাঁর প্রকাশিত হতে চলা আত্মজীবনীতেও বিষয়টির উল্লেখ করেছেন।
যদিও মিরায়ার বয়স মাত্র ১৪ বছর, সে রাজনীতি নিয়ে আগ্রহী কিনা তাও পরিষ্কার নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement