প্রধানমন্ত্রীর সুরক্ষায় ব্যয় বাড়িয়ে ৬০০ কোটি টাকা করার প্রস্তাব কেন্দ্রীয় বাজেটে
১৯৮৫ সালে ইন্দিরা গাঁধীর হত্যার পরের বছরই এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ তৈরি করা হয়।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সুরক্ষা বলয়ের জন্য গতবার যে অর্থ ধার্য করা হয়েছিল, এবারের বাজেটে সেই ব্যয়ের পরিমাণ আরও বাড়ানো হল। নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) জন্য গতবারের কেন্দ্রীয় বাজেটে ৫৪০ কোটি টাকা ব্যয় বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার তা বাড়িয়ে ৬০০ কোটি টাকা করা হল। প্রসঙ্গত, এই নিয়ে পরপর ২ বার এই খাতে ব্যয় বাড়াল কেন্দ্র। প্রথমে এসপিজি-র জন্য ৪২০ কোটি টাকা থেকে একলাফে ৫৪০ কোটি টাকা ব্যয়ের ঘোষণা করা হয়েছিল। এবার সেই খাতে ব্যয় আরও বাড়ল।
বাজেট সংক্রান্ত খবর - কীসের দাম বাড়ল? কমলই বা কীসের? দেখে নিন
উল্লেখ্য, স্রেফ প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যই ৩ হাজার জনের এই বিশেষ সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও এই সুরক্ষা বলয় পেতেন প্রাক্তন ৩ প্রধানমন্ত্রী। মনমোহন সিংহ, এইচডি দেবে গৌড়া ও ভিপি সিংহকে এই বিশেষ সুরক্ষা বলয় দেওয়া হত। তাঁরা ছাড়া গাঁধী পরিবারের তিন সদস্য, সনিয়া গাঁধী ও তাঁর দুই সন্তান রাহুল (গাঁধী) ও প্রিয়ঙ্কাও (গাঁধী বঢড়া) এসপিজি সুরক্ষা বলয়ের অধীনে ছিলেন। তবে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রী হওয়ার পর গাঁধী পরিবারের ওপর থেকে সেই সুরক্ষা বলয় তুলে নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, রাহুল-প্রিয়ঙ্কা একাধিকবার প্রটোকোল ভাঙার কারণেই এসপিজি তুলে নেওয়া হয়েছে। গত বছর আগস্টে মনমোহন সিংহের এসপিজি সুরক্ষাও তুলে নেওয়া হয়। এমনকি আরও দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর এসপিজি তুলে নেওয়া হয়েছে। যা নিয়ে সংসদে সরব হতে শোনা যায় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। কিন্তু সরকার তার অবস্থান পরিবর্তন করেনি।
বাজেট সংক্রান্ত খবর - বাড়তে পারে মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স, ইঙ্গিত অর্থমন্ত্রীর বাজেট ভাষণে
১৯৮৫ সালে ইন্দিরা গাঁধীর হত্যার পরের বছরই এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ তৈরি করা হয়। ১৯৯১ সালে গাঁধী পরিবারের আরেক সদস্য তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর হত্যার পর পুরো পরিবারকেই এই সুরক্ষা বলয়ের আওতায় নিয়ে আসা হয়।
১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার আইন সংশোধন করে নিরপত্তা বেষ্টনীর সময়সীমা কমিয়ে ১০ বছর করে দেয়। তবে প্রাণহানির আশঙ্কা থাকলে তা পুনর্বিবেচনা করা হবে বলেও আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়। সেবারই আইকে গুজরাল, পিভি নরসিমা রাওদের নিরাপত্তা তুলে নেয় এনডিএ সরকার। সেই একই পথে হাঁটে নরেন্দ্র মোদির সরকারও। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমৃত্যু এই এসপিজি নিরাপত্তা পেয়েছেন।
বাজেট সংক্রান্ত খবর - পুরনো ও নতুন? ব্যক্তিগত আয়করে কোন কাঠামোয় কেমন অঙ্ক
গতবছর এই এসপিজি আইন ফের সংশোধিত করে প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীদের নিরাপত্তা বলয়ের সময়সীমা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত করে দেওয়া হয়। অর্থাৎ, একজন প্রধানমন্ত্রী তাঁর কার্যকাল শেষ করার পর তিনি এবং তাঁর পরিবার পাঁচ বছর পর্যন্ত বিশেষ নিরপত্তা পাবেন।