Cheteshwar Pujara: বর্ডার গাওস্কর ট্রফিতে শেষ মুহূর্তে প্রত্যাবর্তন চেতেশ্বর পূজারার
Border Gavaskar Trophy: জাতীয় দলের গ্রহ থেকেই এই মুহূর্তে অনেক দূরে রয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর কোনও দিন তিনি জাতীয় দলে ফিরতে পারবেন কি না, তাও সন্দেহ আছে।
পারথ: বর্ডার গাওস্কর ট্রফির মঞ্চে চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি চেতেশ্বর পূজারার। কিন্তু এরপরও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দেখা মিলবে ২০২০-২১ বর্ডার গাওস্কর ট্রফির সর্বাধিক রান সংগ্রাহকের। জাতীয় দলের গ্রহ থেকেই এই মুহূর্তে অনেক দূরে রয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর কোনও দিন তিনি জাতীয় দলে ফিরতে পারবেন কি না, তাও সন্দেহ আছে। কিন্তু এরপরও পূজারার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বৈরথে সামিল হওয়ার খবরে খুশি হয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।
২০২৩ সালে শেষবার ভারতের হয়ে টেস্টে খেলেছেন পূজারা। গত বছর জুনের পর থেকে থেকে আর নির্বাচকদের ভাবনায় তিনি ছিলেন না। তবে এবার অন্য ভূমিকায় দেখা যাবে সৌরাষ্ট্রের তারকা ব্যাটারকে। সূত্রের খবর, ধারাভাষ্য়কারের ভূমিকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বক্সে দেখা যাবে পূজারাকে। স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্যকার হিসেবে বর্ডার গাওস্কর ট্রফিতে দায়িত্ব সামলাবেন টেস্টে ভারতীয় ক্রিকেটের অন্য়তম সেরা ব্যাটার। তবে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
হিন্দুস্তান টাইমের প্রতিবেদন অনুযায়ী, ওপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে জসপ্রীত বুমরা নেতৃত্বভার সামলাবেন। রোহিত নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে অ্য়াডিলেড টেস্টের আগে যে দু দিন ব্যাপী গোলাপি বলের প্রস্তুতি ম্য়াচ হবে, সেই ম্য়াচ খেলবেন তিনি। ম্য়াচে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। ৩০ নভেম্বর থেকে সেই প্রস্তুতি ম্য়াচটি খেলা হবে।
এদিকে পারথ টেস্টের আগে অনুশীলন ম্যাচে চোটের কবলে পড়েছেন শুভমন গিল। আঙুলে চোট পেয়েছেন শুভমন গিল (Shubman Gill)। সেই চোট এমনই গুরুতর যে, পারথ টেস্টে পাঞ্জাবের তরুণের খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছে। প্রথম টেস্টের আগে কোনও অস্ট্রেলীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে না ভারত। তবে নিজেদের মধ্যে দুটি দল গড়ে ম্যাচ পরিস্থিতিতে প্র্যাক্টিস করছে। আর সেই প্র্যাক্টিসের মাঝেই বিপত্তি। ভারত এ বনাম ভারত প্রস্তুতির মাঝেই ঘটেছে দুর্ঘটনা।
আগের ২ বার টানা বর্ডার গাওস্কর ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ২০১৭-১৮ ও ২০২০-২১ মরশুমে দুরন্ত জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। তার মধ্যে ২০২০-২১ মরশুমে অ্য়াডিলেডে ৩৬ রানে অল আউট হওয়ার লজ্জার ইতিহাসও রয়েছে। এরপর বিরাট কোহলি দেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু এরপরও অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারত সিরিজ জিতে নেয়। তবে আসন্ন সিরিজে পূজারা, রাহানে কেউই মাঠে থেকে খেলবেন না।