এক্সপ্লোর
Advertisement
ম্যানহাটনে সন্ত্রাসবাদী হামলার ছক 'ভারতীয় জাতীয়তাবাদীদের', দেখানোয় ক্ষোভ, সমালোচিত প্রিয়ঙ্কা চোপড়া, ক্ষমা চাইলেন 'কোয়ানটিকো' প্রডিউসাররা
মু্ম্বই: প্রিয়ঙ্কা চোপড়ার 'কোয়ানটিকো' শোয়ের সর্বশেষ এপিসোড ঘিরে বিতর্ক। 'দি ব্লাড অব রোমিও' শিরোনামে ওই এপিসোডে দেখানো হয়েছে, 'ভারতীয় জাতীয়তাবাদীরা' কাশ্মীর বিষয়ক কোনও এক শীর্ষ বৈঠকের আগে ম্যানহাটনে সন্ত্রাসবাদী হামলা ঘটিয়ে পাকিস্তানের ঘাড়ে দোষ চাপানোর ছক কষেছে! স্বাভাবিক ভাবেই শোয়ের ভারতীয় দর্শকরা এতে প্রবল ক্ষুব্ধ। ভারতকে খারাপ ভাবে দেখানো এপিসোডে জড়িত থাকার অভিযোগে সমালোচনা শুনতে হচ্ছে প্রিয়ঙ্কাকেও। ভাল করে না বুঝেই ভারত-পাকিস্তান সমস্যা নিয়ে নাক গলানোয় এপিসোডের লেখকদেরও নিন্দা করা হচ্ছে।
এর জেরে ক্ষমা চেয়ে এবিসি স্টুডিওস এক বিবৃতিতে বলেছে, এবিসি স্টুডিওস ও কোয়ান্টিকোর এক্সিকিউটিভ প্রডিউসাররা একেবারে সাম্প্রতিক এপিসোড দি ব্লাড অব রোমিও-র জন্য অসন্তুষ্ট দর্শকদের কাছে ক্ষমা চাইছে। কোয়ান্টিকো একটি ফিকশন। ওই শো-তে বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠী ও প্রেক্ষাপট থেকে আসা প্রতিদ্বন্দ্বীদের তুলে ধরা হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা অসাবধানতাবশতঃ ভুল করে একটা জটিল রাজনৈতিক বিষয়ে ঢুকে পড়েছি, এজন্য দুঃখ প্রকাশ করছি। কাউকে আঘাত দেওয়া অবশ্যই উদ্দেশ্য ছিল না আমাদের।
বিতর্কিত এপিসোডের জন্য প্রিয়ঙ্কাকে দোষ দেওয়া অনুচিত বলেও জানিয়েছে প্রযোজকরা। বিবৃতিতে বলা হয়েছে, এপিসোডে বিপুল বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, অন্যায়ভাবে এর নিশানা করা হয়েছে প্রিয়ঙ্কা চোপড়াকে। কিন্তু তিনি ওই শো তৈরি করেননি বা সেটি লেখেননি, পরিচালনাও করেননি। শোয়ের কাস্টিং বা সিরিজে দেখানো স্টোরিলাইনেও কোনও ভূমিকা নেই তাঁর।
প্রসঙ্গত, প্রিয়ঙ্কাই প্রথম ভারতীয় যিনি কোনও মার্কিন টিভি সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছেন। তিনি এক এফবিআই এজেন্টের চরিত্রে রয়েছেন। কোয়ান্টিকোর তৃতীয় ও ফাইনাল সিজন এটা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
অফবিট
খবর
Advertisement