এক্সপ্লোর
Advertisement
আগুন বিএমডব্লিউতে, চেন্নাইয়ে গাড়ির মধ্যে পুড়ে মারা গেলেন সস্ত্রীক পেশাদার কার রেসার
চেন্নাই: মর্মান্তিকভাবে মারা গেলেন পেশাদার কার রেসার অশ্বিন সুন্দর ও তাঁর স্ত্রী। আজ ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁদের বিএমডব্লিউ গাড়ি চেন্নাইয়ের সন্থোম হাই রোডের একটি গাড়িতে ধাক্কা মারে। গাড়িতে আগুন লেগে ঘটনাস্থলেই পুড়ে মারা যান তাঁরা দু’জন।
কার রেসার অশ্বিন নিজেই চালাচ্ছিলেন গাড়িটি। তাঁর চিকিৎসক স্ত্রী নিবেদিতাও ছিলেন গাড়িতে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে, তারপর একটি পাঁচিল ও গাছের মাঝে আটকে যায়। গাড়িতে আগুন ধরে যায়, লক হয়ে যায় দরজা। অশ্বিন ও নিবেদিতা গাড়ির দরজা খুলে বার হতে না পারায় ভেতরে পুড়ে মৃত্যু হয় তাঁদের।
দমকল বিভাগ ঘটনাস্থলে এলেও আগুন নেভাতে সময় লাগে প্রায় আধঘণ্টা। পুলিশ গাড়ি ভেঙে উদ্ধার করে দু’জনের দেহ। ময়নাতদন্তের জন্য দেহদুটি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রথমে মৃতদেহদুটি চিনতে পারেনি পুলিশ। পরে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে চিহ্নিত করা হয় তাঁদের। জানা গিয়েছে, পোরুরের কাছে আলাপাক্কমে থাকতেন ওই দম্পতি। রাজা আন্নামালাইপুরমে এমআরসি নগরে এক বন্ধুর বাড়ি গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে এই দুর্ঘটনা।
২বারের জাতীয় এফ ফোর চ্যাম্পিয়ন ২৭ বছরের অশ্বিন জার্মান রেসিং টিম মা কন মোটরস্পোর্টের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, স্পিড লিমিটের থেকে বেশি গতিতে গাড়িটি চালাচ্ছিলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement