‘এক শিল্পপতিকে’ সুবিধা পাইয়ে দিতে চুক্তি বদল করা হয়েছে, রাফালে নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের
নয়াদিল্লি: এবার রাফালে-চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সহ-সভাপতির অভিযোগ, ‘এক বিশেষ শিল্পপতিকে’ সুবিধা পাইয়ে দিতেই এই চুক্তিতে বদল করা হয়েছে।
একইসঙ্গে, অমিত শাহের ছেলের সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও মোদীর নীরবতা নিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি, ইস্যুগুলি নিয়ে সংবাদমাধ্যমের কেন প্রশ্ন তুলছে না, সেই নিয়েও বিস্ময় প্রকাশ করেন রাহুল।
বৃহস্পতিবার রাহুল বলেন, আমাকে যা প্রশ্ন করা হবে, সবের উত্তর দিতে রাজি। তাহলে আপনারা কেন রাফালে চুক্তি ও অমিত শাহের ছেলের সংস্থা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন না? কেন প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছেন না, একজন শিল্পপতিকে সাহায্য করতে কে গোটা চুক্তি বদলে দিল? ‘এক বিশেষ শিল্পপতিকে’ বলতে রাহুলের ইঙ্গিত যে অম্বানিদের দিকেই, তা তাঁর টুইটেই স্পষ্ট।
https://twitter.com/OfficeOfRG/status/930995047436185600 https://twitter.com/OfficeOfRG/status/930995317801082882চলতি সপ্তাহের গোড়ায় রাফালে-চুক্তি নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। বিরোধী দলের অভিযোগ, এই চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সরকারি কোষাগারের লোকসান ঘটিয়ে পছন্দের শিল্প সংস্থাকে সুবিধা দেওয়া হয়েছে।
বিজেপি এই অভিযোগ খারিজ করে বলেছে, অগুস্তা-ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতিতে দলের শীর্ষ নেতাদের জেরার মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় দৃষ্টি ঘোরাতে এধরনের অভিযোগ তুলছে কংগ্রেস।