নমো অ্যাপ: ‘তথ্য চুরি’ নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের, পাল্টা বিজেপির
নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাপ থেকে তথ্য চুরি হওয়ার অভিযোগ নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী।
সম্প্রতি, সংবাদমাধ্যমের একাংশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে, এক ফরাসি হ্যাকারকে উদ্ধৃত করে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি ‘নমো অ্যাপ’ থেকে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তথ্য চুরি হয়েছে। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের একাংশ এই তথ্য ফাঁসের খবর ধামাচাপা দিতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিন রাহুল টুইটারে লেখেন, ‘আমার নাম নরেন্দ্র মোদী। আমি ভারতের প্রধানমন্ত্রী। যখন আপনি আমার অফিসিয়াল অ্যাপের সঙ্গে যুক্ত হবেন, আমি আপনার তথ্য আমার মার্কিনি বন্ধুদের দেব।’ এই টুইটের সঙ্গে তিনি সংশ্লিষ্ট সংবাদপত্রের খবরের লিঙ্কও শেয়ার করেন।
https://twitter.com/RahulGandhi/status/977778259810226177রাহুলকে জবাব দিতে দেরি করেনি বিজেপি। টুইটারে দলের প্রতিক্রিয়া, তারা কংগ্রেস সভাপতির থেকে এর চেয়ে ভাল কিছু আশাও করেনি। তাদের দাবি, যে তথ্যের কথা বলা হচ্ছ, তা পরিসংখ্যান ও সমীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে।
https://twitter.com/BJP4India/status/977811651989680128বিজেপির কটাক্ষ, আমরা এই সুযোগে রাহুলকে আবেদন করব, ‘নমো অ্যাপ’ ডাউনলোড করতে। এতে ভারতে কী কী ভাল ঘটনা ঘটছে, সে সম্পর্কে অবগত থাকবেন। বিজেপির আরও দাবি, নরেন্দ্র মোদীর সঙ্গে কোনও তুলনায় আসেন না রাহুল গাঁধী। ‘নমো অ্যাপ’-কে ঘিরে তাঁর ভীতি বেশ মজাদার।
https://twitter.com/BJP4India/status/977822005717159936 https://twitter.com/BJP4India/status/977811092523986944